ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ২১:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নেত্রকোনার দুর্গাপুরের শিবগঞ্জ-বিজয়পুর সড়কের ডাকুমারা মাদ্রাসা সংলগ্ন এলাকার সড়কের পাশের জমাট পানির গর্ত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠিয়েছে পুলিশ। অজ্ঞাত ব্যক্তির পরনে হাফপ্যান্ট, গায়ে নীল রঙের গেঞ্জি ছিল। বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে রাস্তার পাশে জমাট পানির গর্তে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. আব্বাস আলী জানান, লাশ উদ্ধারের পর নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি