ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

যুগ-পুরোষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মহোৎসবের আয়োজন করা হয়েছে। 

আজ শুক্রবার সকালে বিপুল সংখ্যক ভক্তবৃদ উৎসবমূখর পরিবেশে শহরের মেড্ডা মৌ-বাগ সৎসঙ্গ বিহার থেকে একটি শুভাযাত্রা বের করে। 

শুভাযাত্রাটি মেড্ডা, জেলরোড, টেংকেটর পার, টি.এ রোড, কালিবাড়ি মোড় হয়ে পুনরায় সৎসঙ্গ বিহারে গিয়ে শেষ হয়। এসময় সাবেক কাউন্সিলর কিংকর ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ দেব, হারাধন কর্মকারসহ বিপুল সংখ্যক পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন। 

এছাড়া দিনটি পালনে সৎসঙ্গ আশ্রমে ধর্মীয় আলোচনা সভা, সন্ধ্যা আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে বক্তবৃন্দরা এসে উপস্থিত হচ্ছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি