ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার  

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারের সী আলিফ নামে একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফ্রেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের ওই হোটেলের ৪১১নং রুম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত সুমা দে (৩৫) চট্টগ্রামের বাশঁখালীর বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি রফিকুল ইসলাম বলেন, 'গত ১৪ ফ্রেব্রুয়ারি দুই ছেলে ও এক মেয়েসহ স্বামীর সঙ্গে আবাসিক হোটেলে রুম ভাড়া নেন। তারা কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। শুক্রবার সকালেও তারা সবাই স্বাভাবিক ছিলেন। কিন্তু হঠাৎ তাদের রুম খোলা দেখে হোটেল বয় গিয়ে দেখেন মা ও ৪ বছর বয়সী মেয়ের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর দুই ছেলে নিয়ে লাপাত্তা স্বামী।'

ওসি আরও বলেন, 'কী কারণে এই হত্যাকাণ্ড তার রহস্য বের করার চেষ্টা চলছে।'
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি