ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০২৩

'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' এই মহৎ অনুভুতি ধারণ করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ শুভ উদ্বোধন করেন। 

বিভিন্ন বিষয়ের ২৫ জন বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন এবং বিনামূল্যে ওষুধ প্রদান ও এক হাজার মানুষের ব্লাড গ্রুপিংয়ের সুবিধা দেওয়া হয়। এই মেডিকেল ক্যাম্পে হাজার হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছে। 

এলাকাবাসী এই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোশাররফ হোসেন বলেন, 'আমারা সমাজের জন্য কিছু করতে চাই।' 

ফাউন্ডেশনের স্বনামধন্য সাধারণ সম্পাদক সেলিম শেখ বলেন, 'এই এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এই সমাজের জন্য, এই দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।' এছাড়া ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি