ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি নিয়ে ভিডিও চিত্রের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের আবেক, অনুভূতি, স্মৃতি, দু:খ, কষ্ট, বেদনা ও ঘটনাবলী নিয়ে ‘আত্মকথন’ শীর্ষক ভিডিও চিত্রের উদ্বোধন করা হয়েছে।  

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও চিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

জেলা প্রশাসনের উদ্যোগে ‘আত্মকথন’ শীর্ষক এই ভিডিও চিত্রে জেলার ৭শ’ ৮৫ জন বীর মুক্তিযোদ্ধার ৬শ’ ১৫টি খণ্ড নির্মিত করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধাগণ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, প্রশিক্ষণ গ্রহণ, রণকৌশল ও গেরিলা যুদ্ধসহ যুদ্ধকালীন বিভিন্ন ঘটনা, অভিযান, স্মৃতিকথা স্বতস্ফুর্তভাবে বর্ণনা করেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা একরামুল হক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখা এনএসআই ঠাকুরগাঁওয়ের যুগ্ম পরিচালক হেমায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চন্দ্রসহ অন্যরা।

এসময় জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মকর্তা, জেলা, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য পেশাজীবীরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি