ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

সেনবাগে কিশোরগ্যাংয়ের দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮, ১৮ এপ্রিল ২০২৪ | আপডেট: ১০:৩৯, ১৮ এপ্রিল ২০২৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগে কিশোরগ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাওন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সেবারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত শাওন সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামে কচি মিয়ার ছেলে। অপর আহতদের মধ্যে ফেনী সদর হাসপাতাল থেকে পিয়াস নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে সেবারহাট বাজারে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে শাওনসহ ৭ জন আহত হয়। তাদের মধ্যে শাওন ও পিয়াস নামে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। 

উন্নত চিকিৎসার জন্য পিয়াসকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সেনবাগ থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাওনকে ফেনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। কোন কোন পক্ষ এবং কী নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে তা নিশ্চিত হওয় যায়নি। 

এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি