ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

কুমিল্লা বোর্ডে ১২ হাজার ১শ’ জন পেয়েছে জিপিএ-৫

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৩, ১২ মে ২০২৪

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। এ বোর্ড থেকে ১২ হাজার ১শ’ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী জানা গেছে, সকল সূচকেই মেয়েরা এগিয়ে রয়েছে। 

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৯ হাজার ৩২৫ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪২ হাজার ৮১ জন। এ বোর্ডের অধীনে ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে সকল প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। 

এ বোর্ডের জিপিএ-৫ পরিসংখ্যানে ৬ হাজার ৮৩৬  জন মেয়ে শিক্ষার্থী এবং ৫ হাজার ২৬৪ ছেলে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম জানান, বিগত বছরের তুলনায় এ বছর পাসের হার বৃদ্ধি পেয়েছে। তবে এবছর গণিত বিষয়ে অকৃতকার্যের সংখ্যা বেশি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি