ঢাকা, রবিবার   ১৬ জুন ২০২৪

এমপি আনারের বাড়িতে চলছে শোকের মাতম

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৫, ২২ মে ২০২৪

ঝিনাইদহে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বাড়িতে চলছে শোকের মাতম। 

বুধবার তার মৃত্যুর খবর শোনার পর থেকেই আনোয়ারুল আজীমের বাড়ি কালীগঞ্জ শহরের ভুষণ হাইস্কুলে রোডে মধুগঞ্জ বাজারে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা। 

নিকট আত্মীয়-স্বজনরাও বাড়িতে এতে জড়ো হন। এসময় তারা কান্নায় ভেঙ্গে পড়েন তারা। 

দ্রুত সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান নেতাকর্মীরা। 

এদিকে, ভারতে যাওয়ার জন্য কাগজপত্র তৈরি করতে পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করছেন। 

গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের এই সংসদ সদস্য। সেখানে নিখোঁজ হন তিনি। পরে পশ্চিমবঙ্গের বরাহনগর থানায় জিডি করেন এমপি আনারের বন্ধু গোপাল। 

আজ বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার লাশ উদ্ধার করে কলকাতা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি