ঢাকা, মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিলের পানিতে ডুবে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ১৬ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে বিলের পানিতে ডুবে এক নারী ও তার শিশু নিখোঁজের একদিন পর একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবরি দল।

ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মঙ্গলবার সকালে উদ্ধার অভিযান পরিচালনা করে দুপুরে সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে। তবে এখনও তার তিন বছরের শিশু সন্তানটি নিখোঁজ রয়েছে। 

তবে উদ্ধার কাজ চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ ইফতেখার রায়হান।

সোমবার বিকালে কালিয়াকৈরে ভাওমান টালাবহ বিলে নৌকায় দাদা-দাদির সাথে তিন নাতনিসহ একই পরিবারের পাঁচজন বেড়াতে গিয়ে পানির স্রোতে উল্টে যায় নৌকা। এতে তিনজন আহত অবস্থায় উদ্ধার হলেও দুজন নিখোঁজ হন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি