ঢাকা, শুক্রবার   ২১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাড়ে ৪ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩০, ১৩ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১১:৫০, ১৩ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে লাইনচ্যুত তিতুমির এক্সপ্রেসের বগি উদ্ধার করা হয়েছে। সাড়ে চার ঘন্টার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

রেলওয়ে কর্মকর্তারা জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী থেকে পারবতিপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় তিতুমির এক্সপ্রেস। পুঠিয়ার বেলপুকুর স্টেশনের আগে একটি বগির দুটি চাকা লাইন থেকে নেমে যায়। এ অবস্থায় প্রায় দুই কিলোমিটার যায়। 

পরে উদ্ধার ট্রেন গিয়ে লাইনচ্যুত দুই চাকা উদ্ধার করে। পৌনে ১১টার দিকে ট্রেনটি আবার পার্বতিপুরের উদ্যেশে ছেড়ে যায়। এতে রাজশাহীর সঙ্গে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। পথে বেলপুকুর এলাকায় এলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়। পরে লাইনচ্যুত বগি ফেলে বাকি ৫টি বগি নিয়ে ইঞ্জিন বেলপুকুর রেল স্টেশনে গিয়ে দাঁড়ায়। 

তিতুমির এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এর ফলে, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে পড়ে।
 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি