ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

শ্রীমঙ্গল রোটারি ক্লাবের নতুন সভাপতি মশিউর ও সম্পাদক বিকুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ১ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোটারি ক্লাবের ২৫-২৬ রোটারি বর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী।

গতকাল সোমাবার (৩০ জুন) রাতে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের কনফারেন্স হলে সভাপতি ও সম্পাদককে কলার হস্তান্তর করেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডাঃ সত্যকাম চক্রবর্তী ও অনান্য সদস্যরা।

এর আগে শ্রীমঙ্গলের কলেজ রোডে রোটারি ক্যাম্পাস কার্যালয়ে ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডাঃ সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে প্রথম পর্বে  Club Assembly (ক্লাব সমাবেশ)  অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র রোটারিয়ান টি প্লান্টার সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান অবিনাশ আচার্য, রোটারিয়ান সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারিয়ন ফেরদৌস আলম, রোটারিয়ন নাঈম সরফরাজ, রোটারিয়ান আতিকুল আম্বিয়া সুমন, রোটারিয়ান ফেরদৌস আলম, রোটারিয়ান হুমায়ুন কবির চৌধুরী, রোটারিয়ান সুব্রত দাস, রোটারিয়ান জাকারিয়া আহমদ, রোটারিয়ান মোঃ মাহবুবুর রহমান, রোটারিয়ান মোঃ কুতুব মিয়া, রোটারিয়ান লিটন চন্দ ও দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি সাংবাদিক শিমুল তরফদার।

উল্লেখ্য, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল বাংলাদেশের প্রাচীনতম রোটারি ক্লাবের অন্যতম। এই সংগঠন নানান মানবিক কর্মকান্ডের পাশাপাশি একটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা করে আসছে। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি