ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, পুলিশ সদস্য ক্লোজড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ২ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট করায় ফারজুল ইসলাম (রনি) নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) বিকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তিনি অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পরই ছাত্রসমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত ৯টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন এবং অভিযুক্ত পুলিশের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন।

তীব্র আন্দোলনের মুখে অভিযুক্ত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘কনস্টেবল ফারজুল ইসলাম রনি জুলাই অভ্যুত্থান নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক পোস্ট করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ ঘটনার পর জেলা পুলিশের ফেসবুক আইডিতে জানানো হয়েছে, জুলাই আন্দোলন বিরোধী মন্তব্য করায় জেলা পুলিশ ট্রাফিক পুলিশের কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে পুলিশ লাইসেন্স সংযুক্ত করা হয়েছে। এছাড়া তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফারজুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত আছেন এবং বর্তমানে ছুটিতে রয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় ট্রাফিক পুলিশের কনস্টেবল ফারজুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি