ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫

পাংশায় বজ্রপা‌তে নারী ও কি‌শো‌রের মৃত্যু, আহত ৪

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ০৮:৪৭, ৩ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পাংশায় পাট ধোয়ার সময় বজ্রপা‌তে এক নারী ও এক কি‌শো‌রের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় আরও চারজন আহত হ‌য়েছেন। 

শনিবার বিকা‌লে উপ‌জেলার হাবাসপুর ইউনিয়‌নের কাচারীপাড়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন আনোয়ারা বেগম ও তা‌মিম। তারা কাচারীপাড়া গ্রা‌মের বা‌সিন্দা। আহতরা পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি র‌য়ে‌ছে।

স্থানীয়রা জানান, বিকা‌লে কি‌শোর তা‌মিম ও আনোয়ারা বেগম বি‌লের মা‌ঠে পাট ধোয়ার কাজ কর‌ছি‌লো। হঠাৎ বৃ‌ষ্টির সা‌থে বজ্রপাত শুরু হয়। সে সময় বজ্রপা‌তে তা‌মিম ও আনোয়ারা বেগমসহ আরও তিনজন গুরুতর আহত হয়। তাৎক্ষ‌ণিক স্থানীরা তা‌দের উদ্ধার ক‌রে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক আনোয়ারা ও তা‌মিম‌কে মৃত ঘোষণা ক‌রেন।

এদিকে বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রা‌মের জ‌বেদা বেগম বিকা‌লে রান্না করার সময় বজ্রঘা‌তে আহত হয় তি‌নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি