মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফ থেকে নারী-পুরুষ সহ ৪৪ জন উদ্ধার
প্রকাশিত : ১৭:৪৯, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:০৬, ২৪ অক্টোবর ২০২৫
কক্সবাজারের টেকনাফ উপকূলের পাহাড়ি এলাকা থেকে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক নারী ও শিশুকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পিনিস ভাঙা পাহাড়ি এলাকায় জড়ো করে রাখা হয়। পরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত থেকে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৪৪ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়াদের মধ্যে আছেন ২৭ জন নারী, ১২ জন শিশু, ২ জন রোহিঙ্গা পুরুষ ও ৩ জন স্থানীয় বাংলাদেশি নাগরিক। এর মধ্যে ২২ জন নারী অবিবাহিত, তারা জানিয়েছেন তারা বিয়ের উদ্দেশ্যে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন।
কোস্ট গার্ড জানায়, সংঘবদ্ধ মানব পাচার চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনের প্রলোভন ও বিনা খরচে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের পাহাড়ে এনে জিম্মি করে রাখে। পরে তাদের নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে এবং সুযোগ বুঝে নৌপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের।
অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এমআর//
আরও পড়ুন










