ঢাকা, শনিবার   ২৫ অক্টোবর ২০২৫

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২৪ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেচপাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাসোহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের শহিদুল ইসলাম (৩৫) ও তার ছেলে শিহাব (১৩)।

সর্বানন্দ চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, শুক্রবার সকালে নিজ পুকুর থেকে ধানখেতে পানি দেওয়ার জন্য সেচপাম্প চালু করতে যান শহিদুল। একপর্যায়ে মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিহাব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে গেলে শহিদুলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাশ বাড়িতে নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি