ঢাকা, শনিবার   ২৫ অক্টোবর ২০২৫

রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৪, ২৪ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে এলাকার অসহায় ও নিম্নআয়ের দুই হাজারেরও বেশি মানুষ চিকিৎসা সেবা ও পরামর্শ নেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারীসহ ১২ জন চিকিৎসক। সেখানে শিশু, গাইনি, নাক কান গলা, যৌন ও চর্মসহ মিডিসিন বিভাগের সব বয়সের রোগীদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রেসক্রিপশন ও প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়।

চিকিৎসাসেবা ক্যাম্প প্রসঙ্গে ডা. আব্দুল বারী বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সুযোগ এখনও সীমিত। তাই এমন উদ্যোগ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি