ঢাকা, মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫

মেট্রোরেলের বিয়ারিং পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৫, ২৭ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকার ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের মরদেহ তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে। 

সোমবার সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের মোক্তারের চর পূর্বপোড়াগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এর আগে মেট্রোরেল দুঘর্টনায় নিহত আবুল কালাম আজাদের লাশ রাত দুই টায় তার নিজ বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে পৌঁছায়। এসময় লাশ দেখে তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। 

নিহতের স্মৃতিচারণ করে আহাজারি করতে থাকেন স্বজনরা। তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। 

আবুল কালাম আজাদের মরদেহ একনজর দেখার জন্য সকাল থেকেই তার বাড়িতে আত্মীয়-স্বজন, প্রতিবেশীরা ভীড় জমায়। উপস্থিত হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা। 

নিহতের চাচাতো ভাইয়ের দাবি, এ অসহায় পরিবারের জন্য সরকার যেন সব ধরণের ব্যবস্থা গ্রহণ করে। 
বিগত সরকারের অব্যবস্থাপনার জন্য এমন দুঘর্টনা হয়েছে। নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি তিনি দাবি জানান।  

রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম।

নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি