ঢাকা, বুধবার   ২৯ অক্টোবর ২০২৫

ফরিদপুরে কলেজ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন উপহার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৫, ২৮ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন উপহার দেয়া হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ অক্টোবর) ছাত্রশিবিরের কলেজ শাখার পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে কোরআন শরীফ বিতরণ করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি মোঃ ফাহিম বিশ্বাস এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম। এ সময় ৮৫০ জন শিক্ষার্থীর হাতে কুরআন শরিফ উপহার হিসেবে প্রদান করা হয়।

সাধারণ শিক্ষার্থীরা ছাত্রশিবিরের কোরআন উপহার কর্মসূচির ‌প্রশংসা করে জানান,এর মাধ্যমে মুসলিম ধর্মালম্বী সাধারণ শিক্ষার্থীরা অর্থসহ কুরআন পড়তে আরো বেশি আগ্রহী হবেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি