ঢাকা, বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫

আড়াই ঘণ্টা চেষ্টায় কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৩, ১৯ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের বাঘের বাজারে ফিনিক্স কয়েল কারখানায় আগুন প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

বুধবার বেলা তিনটায় এই আগুন নিয়ন্ত্রণ আসে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি  জানান, শুরুতে আগুনের ভয়াবহতা বেশি ছিল।  আগুন লাগা সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ৭টি ইউনিট নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। 

এর আগে দুপুর সাড়ে ১২টায় গাজীপুরের বাঘেরবাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তে এই আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এসময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। 

খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর  ও রাজেন্দ্রপুরের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বেলা তিনটায় এই আগুন নিয়ন্ত্রণ আসে। 

তার আগে আগুনে পুড়ে যায় গোডাউনের কেমিক্যাল মালামালসহ বিভিন্ন মালামাল। 

এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়ে ফায়ার সার্ভিস।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি