ঢাকা, শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৭, ২ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে আন্তর্জাতিক-২ এ একটি আদালত অবমাননার মামলা ছিল। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় তিনি এ সংক্রান্ত তথ্য উল্লেখ করলেও সংশ্লিষ্ট রায়ের কপি বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি।

তিনি আরও বলেন, হামিদুর রহমান আযাদ বাছাইয়ের সময় কিছু নথি জমা দিলেও সেখানে বিস্তারিত কোনো ব্যাখ্যা সংযুক্ত ছিল না। তার নিয়োজিত আইনজীবীরা মৌখিকভাবে ব্যাখ্যা দিলেও তা ১৯৭২ সালের নির্বাচনী ট্রাইব্যুনাল অ্যাক্টের সঙ্গে পরিপূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

আপিলের সুযোগ রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আমার ক্ষমতাবলে ওই মামলা জটিলতা বিষয়ের সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার নেই। নির্বাচন কমিশন এই বিষয়ের চূড়ান্ত দিতে পারবেন। তাই প্রার্থীর সেখানে আপিলের সুযোগ রয়েছে।’

মনোনয়নপত্র বাছাইকালে বিএনপির মনোনিত প্রার্থী আলমগীর ফরিদসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। তবে হামিদুর রহমান অনুপস্থিত ছিলেন। এসময় রিটার্নিং কর্মকর্তা নিজেই এই জটিলতার উত্থাপন করেন। তারপরও এতে জোর আপত্তি জানান আলমগীর ফরিদ।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি