ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বন্যায় রংপুরের ৭’শ মেডিকেল টিম, বন্ধ সহস্রাধিক বিদ্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৬, ১৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:১৫, ১৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

অব্যাহত বন্যা পরিস্থিতিতে রংপুর বিভাগের আট জেলায়  চিকিৎসা সেবার জন্য ৭০০ মেডিকেল টিম গঠন করা হয়েছে। বন্যায় প্লাবিত ১৩০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোজাম্মেল হোসেন জানান, সোমবার গঠিত এ মেডিকেল টিমের প্রতিটিতে তিন থেকে চারজন সদস্য রয়েছেন। যারা প্লাবিত এলাকায় চিকিৎসা সেবা নিয়ে কাজ করবেন।

এদিকে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মাহবুব এলাহী জানান, বিভাগের বন্যাকবলিত এলাকার ১৩০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

রংপুর বিভাগের আট জেলা হলো: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা।

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে পাহাড়ি ঢলে সব জেলাই বন্যাকবলিত হয়ে পড়েছে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি