ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কুমিল্লায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ১৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:৩৯, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকচাপায় আবুল কালাম নামের বিজিবির এক ল্যান্সনায়েক নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৯টার দিকে উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম কুমিল্লাস্থ ১০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিজিবি বিওপিতে (ক্যাম্পে) কর্মরত ছিলেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সাল জানান, বুধবার রাতে মহাসড়কে টহলকালে বিজিবির ল্যান্সনায়েক আবুল কালাম একটি সন্দেহজনক সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করছিলেন। এ সময় বেপরোয়া গতিতে চট্টগ্রামগ্রামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি