ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

বাহারি ডিজাইনের পোশাকে ভরপুর চট্টগ্রামের ফ্যাশন হাউস [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ৪ জুন ২০১৮

ঈদ সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলো। বাহারি রং ও ডিজাইনের পোশাকে ছেয়ে গেছে এসব হাউস।

আবহাওয়া ও চলমান ট্রেন্ড মাথায় রেখে ডিজাইনাররা তৈরি করেছেন এসব পোশাক। ক্রেতাদের আকর্ষণ করতে দেশীয় পোশাকে দেওয়া হয়েছে বিদেশি লুক।

নগরীর বিভিন্ন ফ্যাশন হাউসে চলছে কেনাকাটার ধুম। ফ্যাশন ডিজাইনাররা বলছেন, অন্যান্য বছর ঈদের বাজারে বিদেশি পোশাকের আধিক্য থাকলেও এবার ক্রেতাদের আকর্ষণ দেশীয় পোশাকের দিকেই।

আবহাওয়া বিবেচনায় রেখে সুতি ও জর্জেট কাপড়ের ওপর করা হয়েছে রকমারি নকশার বুনন। আবার উৎসবের আমেজ ফুটাতে সিল্ক, অ্যান্ডি সিল্ক, মসলিন কাপড়ে আনা হয়েছে মনকাড়া ডিজাইন।

এছাড়া উজ্জ্বল রঙের শাড়ি, সালোয়ার কামিজের পাশাপাশি নারীদের কাছে এখনো গাউনের চাহিদা রয়েছে বলে জানালেন ডিজাইনাররা। এনেছেন বিভিন্ন কাটছাটের পাঞ্জাবিসহ ছেলেদের পোশাকও।

নান্দনিক ডিজাইনের এসব পোশাক কিনতে বুটিক হাউসগুলোতে ভীড় করছেন ক্রেতারা।

ভালো বেচাকেনা হওয়ায় খুশি বিক্রেতারা। সামনে আরো ভালো বিক্রির প্রত্যাশা তাদের।

ফ্যাশন হাউসগুলোতে ছেলেদের পাঞ্জাবি ৯৫০ থেকে ছয় হাজার টাকা, মেয়েদের থ্রি পিস ও শাড়ি ৯০০ থেকে সার্বোচ্চ ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফ্যাশন হাউসগুলোতে রাখা হয়েছে ঈদ উপলক্ষে ঘর সাজানোর নানান শোপিস।

 

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি