ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

দেশের বিভিন্ন এলাকার ঈদবাজার জমজমাট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ১০ জুন ২০১৮ | আপডেট: ০৯:৪০, ১০ জুন ২০১৮

জমজমাট হয়ে উঠেছে দেশের বিভিন্ন এলাকার ঈদবাজার। জেলা শহরের শপিংমল, বিপনীবিতানে ভিড় করছেন ক্রেতারা। রাস্তার পাশের দোকানগুলোতেও বিক্রি বেড়েছে। এবার ঈদ বাজারে মেয়েদের পোষাকের অনেকটাই দখল করে আছে ভারতীয় আর পাকিস্তানী পোশাক।

পিরোজপুরের ঈদ বাজারে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। খুঁজে নিচ্ছেন পছন্দসই পোষাক আর প্রসাধনী।

বিক্রেতারাও ক্রেতাদের চাহিদা মত সাজিয়ে বসেছেন পোশাকের পসরা। দেশীয় খাদি, সিল্ক, সুতির পাশাপাশি ভারত আর পাকিস্তানের পোশাক। বাহারি লন, গাউন আর ফ্লোরটাচের চাহিদাও বেশ ভালো। চাহিদা আছে দেশি পোশাকেরও।

জামালপুরের বিপণীবিতান গুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। ভালো বেচাকেনায় খুশি দোকানীরা।

ঈদ মার্কেটে ঢাকাই শাড়ী, টাঙ্গাইলের তাঁত, জামদানী ও দেশীয় প্রিন্টের শাড়ি ছাড়াও আছে ভারতীয় শাড়ি। ভারতীয় টিভি সিরিয়ালের বাহারী নামের মেয়েদের পোষাক পাখি, অক্টোপাস, মন মানেনা, বিভা রাউন্ড, প্রেমজয়, ঝিলিক, খুশি, আশিকি, টাপুর-টুপুর, পাংখুরী আর জলপরীও চাইছেন ক্রেতারা। চাহিদা থাকায় দামও বেশি হাকছেন দোকানীরা।

গোপালগঞ্জের ঈদ বাজারে শার্ট -পাঞ্জাবি, টি শার্ট, জিন্স-প্যান্ট খঁজে খুঁজে কিনছেন ক্রেতারা।

শহরের থানকাপড় ও গার্মেন্টসের দোকানগুলোতে উপচে পড়া ভীড়। পরিবার পরিজন নিয়ে ঈদ পালনে নিম্ন আয়ের মানুষেরাও সাধ্যমত বিভিন্ন দোকান ঘুরে কিনছেন পছন্দের পোশাক।

এসএ/

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি