ঢাকা, মঙ্গলবার   ১২ আগস্ট ২০২৫

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে ড. শ্যানন এর সাক্ষাৎ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এর সঙ্গে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন এর প্রতিনিধি, সিনিয়র লেকচারার ড. শ্যানন রাদারফোর্ড এর সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।   

শুক্রবার (২ নভেম্বর ২০১৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

তারা পরিবেশ ও জনস্বাস্থ্য খাতে গবেষণা সহায়তা নিয়ে নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এর সঙ্গে আলোচন করেন।

এ সময় নোবিপ্রবি ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাকিব উল ইসলাম এবং কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো ড. মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি