ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

মোরেলগঞ্জে আড়াই মাস বয়সী শিশু অপহরণ, মুক্তিপন দাবি  

প্রকাশিত : ১৪:২৪, ১১ মার্চ ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে জানালার গ্রিল খুলে পিতা-মাতার শোবার ঘর থেকে আড়াই মাস বয়সী শিশু পুত্রকে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার ফজরের ঘণ্টাখানেক আগে উপজেলার বিশারীঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু পুত্রটির নাম আব্দুল্লাহ হাওলাদার। সে দলিল লেখক সোহাগ হাওলাদার ও রেশমা আক্তারের দ্বিতীয় সন্তান।

রেশমা আক্তার বলেন, প্রতিদিনের মত রাতে দেড় মাস বয়সী সুমাইয়া ও আব্দুল্লাহকে নিয়ে ঘুমাতে যাই। আব্দুল্লাহ কিছুটা অসুস্থ ছিল। ভোর তিনটার দিকে কেঁদে উঠলে ওকে ওষধ খাওয়াই। পরে আমরা আবার ঘুমিয়ে পড়ি। ভোর সাড়ে চারটায় উঠে দেখি আব্দুল্লাহ নেই। ঘরের দরজা ও জানালা খোলা। আমার স্বামীর মোবাইল ও মোবাইলের চার্জারও ঘরে নেই। আমি চিৎকার করে বাড়ির সব জায়গায় খুঁজতে থাকি। কোথাও না পেয়ে থানায় খবর দেই। সোহাগের যে মোবাইলটি নিয়ে গেছে সে নাম্বার থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপন চাওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে যেতে বলছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, শিশু চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান ও তদন্ত শুরু করেছে পুলিশ।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি