ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বখাটেদের অত্যাচারের পর বাড়িতে ফিরে আত্মহত্যা (ভিডিও)

প্রকাশিত : ১৫:৩৯, ৩০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার মিরপুরে বখাটেদের অত্যাচারের পর বাড়িতে ফিরে চিরকুট লিখে আত্মহত্যা করেছে নবম শ্রেণীর এক ছাত্রী। পরিবারের অভিযোগ যৌন হয়রানীর লজ্জায় আত্মহত্যা করেছে সে। এ ঘটনায় ৬ জনকে আসামী করে মামলা হয়েছে। 

চাচাতো বোনের বিয়ে উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে বাজারে ফুল কিনতে যায় মুন্নী। পথে এলাকার চার বখাটে জয়নাল, মিঠুন, আঙ্গুর, রাজু এবং পারভেজ তাকে যৌন হয়রানী করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।

পুলিশ মুন্নীকে উদ্ধার করে মহিলা উইপি সদস্যেও বাড়ি নিয়ে যায়। বখাটেরা সেখান থেকে আবার তাকে অপহরণ করে। এরপর বাড়ি ফিরে আত্মহত্যা করে মুন্নী। তার পড়ার টেবিলে বখাটেদের বিরুদ্ধে চিরকুট পাওয়া যায়।

স্বজনদের অভিযোগ, যৌন হয়রানী করায় সে আত্মহত্যা করেছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তাদের।

প্রসঙ্গত, শুক্রবার তার ময়নাতদন্ত করা হয়। নির্যাতন ও আত্মহত্যার ঘটনায় ৬ বখাটের নামে থানায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বিস্তারিত দেখতে ভিডিও ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি