ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বেনাপোলে নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টা

প্রকাশিত : ১৯:৫৯, ৩০ মার্চ ২০১৯ | আপডেট: ২০:৩০, ৩০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে জুটমিলের এক নারী শ্রমিককে (২৬) ধর্ষণের চেস্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে বেনাপোলের বোয়ালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী যশোরের শার্শা-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন জুটমিলে কর্মরত। তার একটি মেয়ে সন্তান রয়েছে। ধর্ষণ চেস্টাকারী খালেক বোয়ালিয়া গ্রামের সাবেক মেম্বার শাহাজানের ছেলে। সে পেশায় রং মিস্ত্রি।

ওই নারী শ্রমিক ও স্থানীয় লোকজন জানান, শার্শা আফিল জুটমিলের স্যুইং সেকশনে কর্মরত নারী শ্রমিক প্রতিদিনের ন্যায় বুধবার রাত ১১টার দিকে কাজ শেষে জুট মিলের নিজস্ব পরিবহনে করে বেনাপোলের বোয়ালিয়া বাজারের নামেন। সেখান থেকে পায়ে হেটে নিজ বাড়িতে যাওয়ার সময় সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা ধর্ষণ চেষ্টাকারী খালেক (৪০) ও তার সাথে থাকা অপর তিনজন সহযোগী ওই নারী শ্রমিককে ধর্ষণ করার উদ্দেশ্যে ঝাপটে ধরে অন্যস্থানে নিয়ে যাওয়ার চেস্টা চালায়।

ওই সময় নারী শ্রমিক চিৎকার শুরু করলে কয়েকজন গ্রামবাসী এগিয়ে এলে ধর্ষণ চেস্টাকারীরা তাকে ফেলে সটকে পড়ে। এ সময় ঘটনাস্থল থেকে লম্পট খালেকের মোবাইল ফোন এবং একটি চাবি ফেলে রেখে যায়। পরে নারী শ্রমিকের পরিবার খালেকের মোবাইল ফোনে তার ছবি দেখে তাকে সনাক্ত করেন। ঘটনার পর থেকে খালেকসহ সহযোগিরা পলাতক রয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় ধর্ষন চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। পুলিশের অভিযান চলছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা যাবে বলে তিনি জানান।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি