ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বেনাপোলে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ১

প্রকাশিত : ২০:১১, ৩০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বেনাপোল-যশোর মহাসড়কের বেনাপোল বলফিল্ডের সামনে একটি মাটি বোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ইদ্রিস আল (৩২) গুরুতর আহত হয়েছে। তাকে নাভারন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরের সময় এ দুর্ঘটনাটি ঘটে। ইদ্রিস আলী বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের ইছাহক আলীর ছেলে।

স্থানীয়রা জানায় ইদ্রিস তার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ট- ৪৭৫৪০) চালিয়ে বেনাপোল বাজারের আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই লাইসেন্স বিহীন ট্রলি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময়  মোটর সাইকেলসহ চালক ইদ্রিস ট্রলি গাড়ির নীচে ভিতরে ঢুকে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা নাভারন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন বলেন, ঘটনার পর পরই ট্রলি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রলিটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি