ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

জীবন বিপন্ন করে ব্যবসায়িক কর্মকান্ড নয় (ভিডিও)

প্রকাশিত : ২০:৪০, ৩০ মার্চ ২০১৯ | আপডেট: ২০:৪১, ৩০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

উন্নয়নে ব্যবসায়িক কর্মকাণ্ড চালু রাখতে হবে, তবে কিছুতেই নাগরিকের জীবন বিপন্ন করে নয়। ঢাকা চেম্বারের মতবিনিময় সভায় বক্তারা বলেন, সবার আগে নিশ্চিত করতে হবে জীবনের নিরাপত্তা। আর এতে সবারই সুনিদিষ্ট দায়-দায়িত্ব রয়েছে বলেও মত দেন বিশিষ্টজনেরা।

তাজরীণ, নিমতলী, চুড়িহাট্টা, এফ আর টাওয়ার কিংবা ডিএনসিসি মার্কেট।

একের পর, এক অগ্নি দুর্ঘটনা।  হারিয়ে যাচ্ছে মূল্যবান প্রাণ ও  নষ্ট হচ্ছে সম্পদ।

অগ্নিঝুকি মোকাবেলায় প্রস্তুটি কতটুকু; প্রতিরোধ ব্যবস্থাওবা কতটা জোরালো। এসব প্রশ্নের উত্তর খুঁজতে ডিসিসিআইয়ের আয়োজনে ‘নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা: চকবাজার পরবর্তী প্রস্তুতি’ শিরোনামে মত বিনিময় সভা। বক্তাদের সবার বক্তব্যই প্রায় একই ধরনের। 

সামাজিক অনুশীলন ব্যবস্থা সবার মাঝে নিয়ে যাবার প্রয়োজনীয়তার কথাও বললেন, সংশ্লিষ্টরা।

চার শ বছরে অপরিকল্পিত শহর হলেও একে নাগরিকদের বসবাসের নিরাপদ করার অঙ্গীকার দক্ষিণ সিটি মেয়রের।

এসব অগ্নিকান্ড রোধে সবারই সতর্ক ও সচেষ্ট থাকার প্রয়োজন আছে, বলেও মনে করেন বিশিষ্টজনরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি