ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

শিল্প মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৫:২১, ৩১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

শিল্পকে আধুনিক উৎপাদনশীল ও রপ্তানি বহুমুখীকরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতে কৃষির যান্ত্রিকায়ণেরও তাগিদ দিয়েছেন তিনি। জাতীয় শিল্প মেলার উদ্বোধনী অনুষ্টানে ব্যাংক ঋণে সুদের হার না কমানোয় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।  আবার ঋণ নিয়ে পরিশোধ না করার প্রবণতারও সমালোচনা করেন তিনি।

টেকসই ও পরিবেশ বান্ধব শিল্পায়নের পথ ধরে মধ্যম আয়ের দেশের কাতারে পরিণত হতে চলেছে বাংলাদেশ। মোট দেশজ উৎপাদনে শিল্পখাতের অবদান ৩৩ দশমিক ৭১ শতাংশ। ২০২১ সালে লক্ষ্য ধরা হয়েছে ৪০ শতাংশ।

এ বাস্তবতায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী প্রথম জাতীয় শিল্পমেলা।

শিল্পের উন্নতি দেশের সমৃদ্ধি এ প্রতিপাদ্যে জাতীয় শিল্পমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগর ক্ষেত্র তৈরী করতে এই মেলা কার্যকর ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বক্তৃতায় অর্থনৈতিক মুক্তি, দেশের জনগনের আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধিতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন তিনি। শিল্পকে আধুনিক ও রপ্তানিমুখী করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি