ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

কলারোয়ায় ১৯৩ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

প্রকাশিত : ১৮:১৮, ১ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

কলারোয়ায় ১৯৩ বোতল ফেনসিডিলসহ আব্দুল গণি (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগছি ইউনিয়নের কাঁকডাঙ্গা গ্রামের মৃত সোনালী গাজীর ছেলে।

সোমবার দুপুরে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, মাদকবিরোধী অভিযান চলাকালে সোমবার ভোররাতে থানার সেকেন্ড অফিসার এস আই নাজিমুজ্জামান ফোর্স নিয়ে উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে দুইটি বস্তাসহ আব্দুল গণিকে আটক করে। পরে ওই বস্তায় তল্লাসী চালিয়ে ১৯৩পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-২২(৩)১৯ দায়ের করা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি