ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আশুলিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ২২:০৮, ১ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলিয়ায় ডোবার পানিতে পড়ে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নিহত শিশুদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সন্ধ্যায় শিমুলিয়া তেলীপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-শিমুলিয়া তেলীপাড়া এলাকার হামিদ দেওয়ানের মেয়ে সুমাইয়া আক্তার (৯) এবং একই এলাকার ওয়াজেদ মিয়ার মেয়ে জিয়াসমিন (৯)। তারা দু’জনেই শিমুলিয়া নতুনবন্দর সমরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিলো।

নিহত জিয়াসমিনের চাচাতো ভাই ফারুক হোসেন জানান, সন্ধ্যায় ওই এলাকার লালমিয়ার বাড়ির পাশেই খেলা করছিল জিয়াসমিন, সুমাইয়াসহ আরও কয়েকজন শিশু। খেলার সময় জিয়াসমিনের পায়ে কাদা লাগলে সে ডোবার পানিতে পা ধুতে যায়। এ সময় হঠাৎ পা পিছলে সে ডোবার পানিতে পড়ে যায়।

এ সময় সুমাইয়া তাকে উদ্ধার করতে গেলে সেও পড়ে যায়। পরে সেখানে খেলা করা অন্য এক শিশু চিৎকার করলে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাদের দু’জনকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন তাদের মরদেহ বাড়িতে নিয়ে আসেন এবং পারিবারিক কবরস্থানে তাদের দাফন করেন। ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজও ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি