ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

রতন হত্যায় গ্রেপ্তার হয়নি কেউ (ভিডিও)

প্রকাশিত : ১৪:৫৬, ২৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৫:১০, ২৫ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্যে রতন মন্ডল হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ। উল্টো মামলা তুলে নিতে আসামিরা বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। তবে পুলিশ বলছে, আসামিদের ধরতে চেষ্টা চলছে।

গত ১৬ এপ্রিল রাতে কালবৈশাখী ঝড়ে শৈলকুপার বসন্তপুর গ্রামের সেকেন্দার মন্ডলের একটি ইপিল-ইপিল গাছের ডাল ভেঙ্গে পড়ে প্রতিবেশী ওলিয়ার রহমানের ঘরের উপর। এ নিয়ে রাতেই দু’পক্ষের ঝগড়া হয়।

সকালে চাচাতো ভাই রতন মন্ডলসহ কয়েকজন মিলে গাছ সরাতে গেলে ওলিয়ারের লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত রতনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন নিহত রতনের বাবা রায়হান মন্ডল বাদী হয়ে ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করলেও গ্রেফতার হয়নি কেউ। উল্টো হুমকি দেয়া হচ্ছে মামলা তুলে নিতে।

আসামিরা গা-ঢাকা দিলেও শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এই হত্যাকান্ডের বিচার দেখতে চায় এলাকাবাসী।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/এসএস

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি