ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের প্রলোভনে বিধবা নারী অন্তঃসত্ত্বা, প্রেমিক গ্রেফতার

প্রকাশিত : ১২:১৫, ২৬ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে অন্তঃসত্ত্বার অভিযোগে জুয়েল শেখ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গ্রেফতারকৃত জুয়েল বারইখালী গ্রামের বাদশা শেখের ছেলে। জুয়েলকে পুলিশ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, জুয়েল শেখ গুয়াবাড়িয়া গ্রামের বিধবা এক নারীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তুলে বিয়ের কথা বলে এক বছরের অধিক সময় ধরে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়া ওই নারী জুয়েলকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

ওসি আরও জানান বুধবার দিবাগত রাতে ওই নারী প্রেমিক জুয়েলকে আসামী করে মোরেরগঞ্জ থানায় মামলা দায়ের করে। বৃহস্পতিবার জুয়েলকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। একই দিনে বাগেরহাট সদর হাসপাতালে নারীকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি