ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

দুপায়ে জটিল রোগে আক্রান্ত তানিয়া বাঁচতে চায়

প্রকাশিত : ১৭:৩২, ২৬ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৬:২৭, ২৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

তানিয়া আক্তার মুন্নি (১৫)। দাখিল পরীক্ষার্থী। লেখাপড়া করে সুন্দর জীবনের পথে এগিয়ে যাওয়ার কথা অথচ সেই সময় দুই পায়ের জটিল রোগে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। ক্রেসের উপর ভর দিয়ে চলতে ফিরতে হয় কিশোরী তানিয়ার। দুপায়ের অসহ্য ব্যথার ফলে তার লেখাপড়া বন্ধ রয়েছে। আর্থিকভাবে অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা নিতে পারছে না তানিয়া।

তানিয়ার বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুব মুহুরির বাড়ি। তার পিতার নাম মোহাম্মদ মাকসুদ আলম। তিনি উপজেলার সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

চিকিৎসকরা জানিয়েছে, তানিয়া জটিল রোগে আক্রান্ত। তার পায়ে দ্রুত অপারেশন করাতে হবে। যা চট্টগ্রামে সম্ভব নয়। এজন্য তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা ভারতে নিয়ে যেতে হবে।

এ শিক্ষার্থীর পায়ের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।

তানিয়ার পিতা মাকসুদ আলম জানিয়েছেন, আমার মেয়ে দুই পায়ে জটিল রোগে আক্রান্ত। তার পায়ে অপারেশন করাতে হবে। এই চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা। মেয়ের চিকিৎসার চালিয়ে যাওয়ার মতো আর্থিক অবস্থা আমার নেই। আর তাই আমার আদরের মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

তানিয়া আক্তার মুন্নি বলেন, `দুপায়ের অসহ্য ব্যথায় আমি  চলতে ফিরতে পারি না। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি বাঁচতে চাই। আমি এই ব্যথা থেকে মুক্তি চাই।`   

সাহায্য পাঠানোর ঠিকানা: মোহাম্মদ মাকসুদ আলম, মোবাইল- ০১৮২৩৯৮৪৫১৪ (বিকাশ, রকেট), ব্যাংক এশিয়া হিসাব নং- ১০৮৩৪১৫০০৯৪৭২ আকবর হাট শাখা (সন্দ্বীপ, চট্টগ্রাম)

মাস্টার মোহাম্মদ আকবর হোসেন- ০১৮২২৮৬৬৭৪৯ 

কেআই/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি