ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

কুড়িগ্রামে টিসিবির পণ্য বিক্রিতে অব্যবস্থাপনা (ভিডিও)

প্রকাশিত : ১৩:০১, ১২ মে ২০১৯ | আপডেট: ১৩:২৬, ১২ মে ২০১৯

রমজানে খোলাবাজারে স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রির ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে কুড়িগ্রামে। জেলার ২৪ ডিলারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করেছেন মাত্র দুই ডিলার। এছাড়া মানা হচ্ছে না গ্রাহকপ্রতি ক্রয়সীমাও।

সরকারের ভর্তুকি দেয়া ন্যায্য মূল্যের খোলাবাজারে চাল, ডাল, চিনিসহ নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। তবে এবার রমজানে কুড়িগ্রামের বেশিরভাগ এলাকার সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছেন না।

গ্রাহকদের অভিযোগ, খোলাবাজারে টিসিবির ট্রাক ও নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে পণ্য বিক্রির কথা থাকলেও, বেশিরভাগ ডিলার পণ্যই উঠান নি। মাত্র দুই ডিলারের মাধ্যমে চলছে বিক্রি।

একজন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি করে চিনি ও মসুর, ছোলা, ডাল, ৫ লিটার তেল এবং ১ কেজি খেজুর নিতে পারবেন। কিন্তু দেয়া হচ্ছে আধা কেজি খেজুর, তার মান নিয়েও গ্রাহকদের অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য পণ্যের সঙ্গে তেল কিনতে বাধ্যতামূলকও করা হচ্ছে।

টিসিবি’র পণ্য সঠিকভাবে বিক্রির বিষয়ে, মনিটরিং জোরদারের কথা জানিয়েছে জেলা প্রশাসন।

রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার দাবি সাধারণ ভোক্তাদের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি