ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ০৮:২৯, ১৩ মে ২০১৯ | আপডেট: ১২:৪৭, ১৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোস্তফা (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় এসআই মোবারক হোসেন ও কনস্টেবল লাল মিয়া আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার হারুয়া বাজার এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪০২ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোস্তফার বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই এলাকায় ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালালে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুড়তে থাকে। তখন আত্মরক্ষার্থে পুলিশও ৫ রাউন্ড গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি