ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

খুলনায় পাটকল শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১২:২২, ১৩ মে ২০১৯ | আপডেট: ১৩:১৫, ১৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

খুলনার দিঘলিয়া উপজেলায় বেসরকারি পাটকল শ্রমিক খলিল মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার দেয়ারা এলাকায় ওয়াপদা বাঁধের ওপর এ ঘটনা ঘটে।

দিঘলিয়া থানার এসআই মো. ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, রোববার রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত দেওয়ারা বাঁধের ওপর খলিলকে কুপিয়ে আহত করে। এ সময় খলিল চোর চোর বলে চিৎকার করলে তারা পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন এসে খলিলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমরান বলেন, ‘২ বছর আগে খলিল র‌্যাবের সোর্স হিসেবে কাজ করত। এরপর সে ওই কাজ ছেড়ে বেসরকারি লক্ষ্মণ জুট মিলে কাজ নেয়। গত সপ্তাহে খলিল গ্লোরি জুট মিলে যোগদান করেছিল।’

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান পুলিশ।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি