ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

রাজনীতি করার অনুপ্রেরণা যোগাতেন মা: এনামুল হক শামীম

প্রকাশিত : ২৩:৩৫, ১৪ মে ২০১৯ | আপডেট: ১০:২৬, ১৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, মানুষের জন্য বিশেষ করে নদী তীরে বসবাসকারী মানুষদের জন্য সবসময় ভাবতেন আমার মা।‘

মঙ্গলবার শরিয়তপুরের নড়িয়া উপজেলার নরিড়া শহীদ মিনারে নিজ মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণকালে তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শামীম বলেন, ‘নদী ভাঙ্গনের ফলে অপরীসীম কষ্টগুলোকে সমানুভূতির সাথে ধারণ করা এবং তাদের পাশে দাঁড়ানোর মন্ত্র সচেতনভাবেই তিনি আমাদেরকে উপলব্ধি করাতে ধীরে ধীরে গড়ে তুলেছিলেন। তিনি সবসময় চাইতেন আমি যেন রাজনীতি করি এবং সে রাজনীতি হবে মানুষের কল্যাণে। তার কাছ থেকে প্রাপ্ত শিক্ষায় এখনর আমার রাজনীতির লক্ষ্য।’ 

উপ মন্ত্রী এসময় আরও বলেন, ‘আমি তার সন্তান হিসেবে গর্বিত। মানুষের প্রতি তার ভালোবাসা ও মানুষকে শ্রদ্ধা করার সেই ব্রত পূরণে আমি সবসময়ই আপনাদের পাশে থাকবো।’

 এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি