ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ০৮:৫১, ১৬ মে ২০১৯ | আপডেট: ১২:০৭, ১৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. সিরাজ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার দিনগত রাতে উপজেলার সাবরাং বেড়িবাঁধের ৪ নম্বর স্লুইচ গেইট এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে।

নিহত সিরাজ মিয়া টেকনাফের সাবরাং আচারবনিয়া এলাকার ফজল আহমদের ছেলে।

ওসি প্রদীপ কুমার দাশ জানান, বুধবার রাতে সাবরাং বেড়িবাঁধ এলাকা দিয়ে ইয়াবার চালান আসছে এমন গোপন খবর আসে। এর ভিত্তিতে পুলিশ ও বিজিবি সেখানে যৌথ অভিযান চালালে বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশ ও বিজিবি সদস্যরাও গুলি চালালে একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে সিরাজকে গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় শনাক্ত করেন স্থানীয়রা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি