ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৫

প্রকাশিত : ১০:৩০, ১৮ মে ২০১৯ | আপডেট: ১৩:১৮, ১৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের ফকিরহাটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার সকালে উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ফকিরহাট মডেল থানার ওসি শেখ আবু জাহিদ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উপজেলার কাকডাঙ্গা এলাকায় বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এসময় আহত হন কমপক্ষে ১০ জন।

তিনি জানান, বাসটি খুলনা থেকে ঘোনাপাড়া যাচ্ছিলো। পথে ফরিকহাটে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন।  

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি