ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

থ্রোবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ভারতে

প্রকাশিত : ২১:৪৯, ২৫ মে ২০১৯ | আপডেট: ২১:৫১, ২৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

ভারতে থ্রোবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ন্যাশনাল টিমের ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে পৌঁছেছেন। শনিবার সকালে বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দলটি ভারতে প্রবেশ করে।

আগামী ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ভারতের পাঞ্জাবে সার্কভুক্ত ৫টি দেশের মধ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ২ জুন তারা প্রতিযোগীতা শেষে দেশে ফিরবেন তারা।

জানা যায়, ২৬ সদস্যের প্রতিনিধি দলে ২১ জন খেলোয়াড় রয়েছেন। খেলোয়ারদের মধ্যে পুলিশ সদস্য রয়েছে ১১ জন, আনসার ৬ জন ও জেল পুলিশ সদস্য ৪ জন। টিম ম্যানেজার হিসাবে রয়েছেন মাসুদ হোসেন ভিকি ও কোচ আজম আলী খান, শহিদুজ্জামান ও অফিসিয়াল ২ জন।

টিম ম্যানেজার মাসুদ হোসেন ভিকি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের ছেলেমেয়েরা টুর্নামেন্টে জয়লাভ করে দেশের সুনাম বয়ে আনবে। পাশাপাশি এ টুর্নামেন্ট প্রতিবেশি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সৌহার্দ্য, সম্প্রতি ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক জোরদারেও বড় ভূমিকা রাখবে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি