ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

জেলা শহরেও শপিং মলে ভিড় (ভিডিও)

প্রকাশিত : ১২:২৯, ৩০ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঈদ মানে আনন্দ। এই আনন্দে পোশাক অন্যতম অনুসঙ্গ।নতুন পোশাকের পাশাপাশি বাদ জুতা-স্যান্ডেল আর কসমেটিকস্ও বাদ যায় না ঈদফ্যাশনে। জেলা শহর্ওে এখন জমজমাট ঈদ বাজার।

ঈদের মাত্র কয়েকদিন বাকী। মানুষ এখন মন দিয়েছে কেনাকাটায়। ভিড় বেড়েছে শপিংমল ও মার্কেটে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নড়াইল জেলা শহরসহ উপজেলাতেও জমে উঠেছে ঈদ বাজার। পছন্দের পোশাক কিনতে সকাল থেকে রাত অবধি চলছে বেচা-কেনা। ভিড় বেড়েছে ফুটপাতের দোকানগুলোতেও। দাম সাধ্যের মধ্যে থাকায় স্বস্থিতে ক্রেতারা। ভালো বেচাকেনায় খুশি দোকানিরাও।

পোশাকের সঙ্গে মিলিয়ে নারীরা কিনছেন বিভিন্ন ধরণের কসমেটিক্স সামগ্রীও।

ঈদকেন্দ্রীক আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ। এ কথাই জানালেন এই কর্মকর্তা।

ঈদে ক্রেতাদের আকর্ষন করতে কুমিল্লার মার্কেটগুলো আলোক সজ্জা করা হয়েছে। কেনাকাটা সারতে আসছেন সব শ্রেনীর মানুষ। ভীড় বেশি পোষাক ও জুতার দোকনে । গভীর রাত অবধি চলছে কেনাকাটা। ক্রেতা-চাহিদা  মেটাতে সব ধরনের পন্য রেখেছেন দোকানিরা। ব্যবসায়িরা বলছেন এবার তৈরি পোষাকের দাম ক্রেতাদের নাগালের মধ্যে। তবে ক্রেতারা বলছেন দাম একটু বেশী।

হাটবাজারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়ে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি