বাউফলে নিখোঁজের দুইদিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার
প্রকাশিত : ১৬:৪৮, ২৬ জুন ২০১৯

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের দুইদিন পর শুভঙ্কর নামে এক কলেজ ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বটকাজল গ্রামের সত্যরঞ্জন হালদারের ছেলে শুভঙ্কর স্থানীয় নওমালা ইউপির ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও পটুয়াখালী জেলা সদরের করিম মৃধা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
বুধবার সকালে স্থানীয়দের সহায়তায় নওমালা-আদাবাড়িয়া খালের গোলাবাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নওমালা ইউপির সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন বিশ্বাস পরিবারের বরাদ দিয়ে সাংবাদিকদের জানান,সোমবার সকালে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না তাকে। সকালে স্থানীয় কয়েক মাদ্রসা ছাত্র তার লাশ ভাসতে দেখে।
বাউফল থানার ওসি খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।
কেআই/
আরও পড়ুন