ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

পাবনায় মাদক ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

প্রকাশিত : ১৭:৪০, ২৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

‘সুস্বাস্ব্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গিকা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে পাবনায় পালিত হয়েছে মাদক ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শহরের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 মানববন্ধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান ও পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগসহ বিশিষ্টজনেরা।

এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি