ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে নিহত ১

প্রকাশিত : ১৮:৪৪, ২৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবনির্মিত মসজিদের ছাদ থেকে পড়ে ১জন নিহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল খালেক (৩২) কয়ড়ার দাদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। মসজিদের পাশে থেতলে যাওয়া খালেকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। খালেক মানসিক প্রতিবন্ধী বলেও জানা যায়।

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল-এএসপি) গোলাম রহমান জানান,আব্দুল খালেক মানসিক প্রতিবন্ধী হওয়ায় বিকারগ্রস্থ হয়ে মসজিদের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছেন।

এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি