ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে রথযাত্রা উৎসব

প্রকাশিত : ২১:৩৪, ৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

 

সারা দেশের মতো পাহাড়ী জনপদ খাগড়াছড়িতে জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় ইসকনের উদ্যোগে খাগড়াছড়ি শহরে ভগবান জগন্নাথ-বলভদ্র ও সুভদ্রার মূর্তি বহনকারী তিনটি রথ নিয়ে যাত্রা শুরু হয়।

খাগড়াছড়ির শহরের মুক্তমঞ্চ এলাকা থেকে বেরিয়ে রথযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ির কেন্দ্রীয় লক্ষী নারায়ন মন্দিরে এসে শেষ হয়। এতে জেলার হাজারো সনাতন ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

রথযাত্রা শুরুর আগে শহরের মুক্তমঞ্চে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, এদিকে লক্ষী নারায়ন মন্দিরে আগামী ৯দিন ব্যাপি নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে। এই কদিন সেখানে ধর্মীয় মিলনমেলায় পরিণত হবে। এছাড়াও জগন্নাথ মন্দির ও রাধামাধব মন্দির থেকেও উল্টো রথযাত্রা বের করা হয়।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি