ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

লুডু খেলায় হেরে অভিমান করে আত্মহত্যা

প্রকাশিত : ২১:৪০, ৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় লুডু খেলায় হেরে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফারজানা (১৯) নামে এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গোরাট এলাকার তাহাজ উদ্দিনের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ফারজানা রাজমিস্ত্রি সুমনের স্ত্রী ও রংপুর জেলার আদিতমারী থানার কালিরহাট এলাকার হযরত আলীর মেয়ে। প্রায় ৮ মাস আগে একই এলাকার রাজমিস্ত্রি সুমনের সঙ্গে তার বিয়ে হয়।

নিহতের ছোট ভাই মশিউর রহমান বলেন, ‘দুপুরে আমি আপুসহ দুলাভাইয়ের সঙ্গে লুডু খেলছিলাম। খেলায় আপু হেরে যায়। এরপর সে কক্ষের অভ্যন্তরে ঢুকে আড়ার (ঘরের কাঠের সিলিং) সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।’ এ সময় সুমন দ্রুত দরজা ভেঙে কক্ষের ভেতর প্রবেশ করে ঝুলন্ত ফারজানাকে নামিয়ে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত হয় বলে জানান মশিউর।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক জামিনুর রহমান জানান, খবর পেয়ে পথ থেকেই মৃতদেহ থানায় আনে পুলিশ। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্ত করা হয়েছে।

এমএস/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি