ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

হিলিতে ৬’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ১৮:১৪, ৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আবু বক্কর (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১টার দিকে সীমান্তের বড়চেংগ্রাম এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। আটক আবু বক্কর ওই এলাকার মৃত. অফুর উদ্দিনের ছেলে।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ (শুক্রবার) দুপুরে হিলির নওনাপাড়ার বড়চেংগ্রাম এলাকায় আবু বক্করের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরের ভেতর তোশকের নিচ থেকে বিশেষ কায়দায় রাখা ৬’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসময় মাদকদ্রব্য রাখা ও বিক্রির দায়ে তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যকলাপ চালিয়ে আসছিল। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি